girlspilot@gmail.com
+88 01309-108320
img

Rules

বিদ্যালয়ের  নিয়মাবলী 

  1. প্রত্যেক শিক্ষার্থী বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরুর ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হয়ে এসেম্বলিতে অংশ গ্রহণ করবে। 
  2. বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার পর অর্থাৎ সকাল ১০ টার পর কোনোক্রমেই বিদ্যালয়ে প্রবেশ করতে পারবেনা।
  3. প্রত্যেক শিক্ষার্থী বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম (স্কুলের জন্য :-  সাদা সেলোয়ার,সাদা স্কার্ফ, নীল কামিজ, সাদা ক্রসবেল্ট। কলেজ :- সাদা সেলোয়ার-কামিজ, স্কার্ফ এবং নীল ক্রস বেল্ট) ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করতে পারবেনা।
  4. বিদ্যালয়ে থাকাকালীন কোনো শিক্ষার্থী কোনো ধরনের অলংকার (যেমন:-চুরি, গলার হার,কানে দুল,পায়ের নুপুর ইত্যাদি)  পরিধান করতে পারবেনা।
  5. সাপ্তাহিক ব্যাক্তিগত পরিচ্ছন্ন হয়ে (যেমন:- হাত পায়ের নখ,চুল পরিপাটি ইত্যাদি) ক্লাসে হাজির হতে হবে। 
  6. ১ম - ১০ শ্রেণির কোনো শিক্ষার্থী কোনো প্রকার মোবাইল ব্যাবহার করতে পারবেনা। ১১শ - ১২ শ শ্রেণির শিক্ষার্থী প্রয়োজনে অধ্যক্ষ মহোদয়ের অনুমতি সাপেক্ষে  বাটন ফোন (স্মার্ট ফোন ব্যাতিত) বহন করতে পারবে।

    উপবৃত্তির জন্য প্রাথমিক নির্বাচনের প্রয়োজনীয় শর্ত

  7. বিদ্যালয়ের মোট কার্যদিবসের মধ্যে শতকরা ৭৫ দিন উপস্থিত থাকতে হবে। 
  8. সকল বিষয়ে আলাদাভাবে পাশ নম্বরসহ গড়ে শতকরা কমপক্ষে ৪৫ নম্বর পেতে হবে।
  9. অবিবাহিতা থাকতে হব। 
  10. বেতন আদায় সংক্রান্ত
  11. (ক) সাধারণ নিয়মে প্রতি মাসের ১৫ ও ২৮ তারিখে বেতন আদায় করা হয়। (খ) উক্ত তারিখে বিদ্যালয় বন্ধ থাকলে পরবর্তী খোলার দিন  আদায় করা হয়। (গ) অনেক সময় বিশেষ অবস্থার প্রেক্ষিতে নির্ধারিত তারিখ সমুহ পরিবর্তন পূর্বক নোটিশের মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দিয়ে সেই মতে আদায়ের ব্যাবস্থা করা হয়।
  12. সংশ্লিষ্ট মাসের বেতন ঐ মাসের মধ্যে পরিশোধ করতে না পারলে পরবর্তী মাসের ১লা তারিখ থেকে ১০.০০ (দশ) টাকা হারে মাসিক বিলম্ব জরিমানা ধার্য্য হয়ে যায়। পর পর দুই মাস বেতন বাকী থাকলে ৩য় মাসে ২০.০০ টাকা বিলম্ব জরিমানা ধার্য্য হয়ে যায়। 
  13. ক্লাসে অনুপস্থিতির জন্য দৈনিক ১০ (দশ) টাকা হারে জরিমানা প্রদান করতে হবে এবং ক্লাস থেকে পালনো জরিমানা ২০.০০ (বিশ) টাকা।