girlspilot@gmail.com
+88 01309-108320
img

About us

নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাশিমপুর,নবাবগঞ্জ, ঢাকা - ১৩২০। ১৯৬৩ সালে উপজেলা সদরে নারী শিক্ষার জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকার সচেতন নাগরিকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রতিষ্ঠান গড়ে ওঠে। যা ১৯৬৫ সালে ১০ শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সিকৃতিলাভ করে। 

যুগের চাহিদা ও নারী জাগরণের পথিকৃৎ হিসেবে অত্র প্রতিষ্ঠানের সুখ্যাতি বিস্তার লাভ করায়  এ প্রতিষ্ঠান কে উচ্চ মাধ্যমিকে উন্নিত করা অত্যাবশ্যক হয়ে পড়ে। যার ফলশ্রুতিতে ১৯৯৫ সালে একাদশ শ্রেণির ক্লাস চালুর মাধ্যমে কলেজে উন্নিত হয়।

নারী শিক্ষাকে বহুমাত্রিক বিভাগে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ১৯৯৭ সালে ৩ টি ট্রেড নিয়ে ভোকেশনাল বিভাগ চালুর মাধ্যমে পূর্ণাঙ্তা লাভ করে। 

বর্তমানে উচ্চ মাধ্যমিকে বানিজ্য ও মানবিক বিভাগসহ এস এস সি জেনারেল এর সাথে এস এস সি ভোকেশনাল এ ৩ টি ট্রেড - এ্যাপারেল ম্যানুফ্যাকচারিং,ফুড প্রসেসিং ও জেনারেল ইলেকট্রনিকস ট্রেড চালু আছে। ২৫০০ ছাত্রী ০৪ টি ভবন সহ ৬৮ জন শিক্ষক /কর্মকর্তা ও কর্মচারী নিয়ে এ প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে।